www.boi-mela.com

Friday 29 December 2006

Favorite sites from Bangladesh


সেদিন বসেছিলাম একটা লিস্ট করতে। আমার মনে হল আমার নিজের জন্য একটা লিস্ট থাকা দরকার বাংলাদেশী বা বাংলাদেশ সম্পর্কিত ভাল ওয়েবসাইটগুলোর। বেশকিছু ঘাটাঘাটি করার পর সার্চ ইঞ্জিন আরো রাঙ্কিং করার টুল নিয়ে নাড়াচাড়া করার পর দেখলাম তাদের সংখ্যা খুব বেশী না। এর মধ্যে খবরের কাগজগুলো বাদ দিয়েছি আমি, কারন আমার হিসাবে ওইগুলো ঠিক টুল না। অগ্রীম ক্ষমা চাইছি জনগনের কাছে এই ব্লগকে বাদ দেবার জন্য। লিস্টে ১৫ টা থাকলে অবশ্যি যায়গা দিতাম, কেন যেন মনে হল প্রথম ১০ টার মধ্যে খুব বেশী যায়গা নাই। আপনাদের মতামত সবিনয়ে জানতে


Monday 25 December 2006

পড়ুয়ারা আছেন নাকি? হেল্প লাগবে


এই ব্লগের রাজ্যে ঢুকার আগে মনে করেছিলাম যে এইখানে নেটপাগলদের আস্তানা যাদের কাগজের সাথে সম্পর্ক ছুটে গেছে। কিছুটে ঘাটাঘাটি করে দেখার পর মনে হল যে যথেষ্ট পরিমানে সিরিয়াস মানুষজনো এখানে নিয়মিত যাতায়ত করেন। তাই আজকে মনে হল যে আমার কাজে কিছুটা জনগনের সাহায্য নিলে কেমন হয়? তাই ভাবলাম যে নিয়মিত কিছুকিছু বইয়ের নাম আমি দিয়ে যাব যাদের প্রচ্ছদ আমার কাছে নেই। সিরিয়াস পাঠক/ব্লগারদের কারো কাছে বইগুলো থাকলে যদি আমার কাছে প্রচ্ছদ স্ক্যান করে অথবা ফোন/ক্যামেরা দিয়ে ছবি তুলে পাঠিয়ে দিতে পারেন তবে আমার বড় উপকার হয়। কোন ছবি পেলে আমি পোস্টে জানিয়ে দিব কার থেকে পেলাম। আর আপনিও বাংলা সাহিত্যের ক্যাটালগীকরনের প্রচেষ্টায় শামিল থাকলেন।




নিচের বইগুলো মইনুল আহসান সাবেরের, ছাপিয়েছেন অন্যপ্রকাশ। আছে? কারো সংগ্রহে?
নির্বাচিত প্রেমের উপন্যাস
উপন্যাস সমগ্র
বৃষ্টির দিন
ঠাট্টা
জ্যতির্ময়ী তোমাকে বলি

Thursday 21 December 2006

Wiki উইকি

আজকে প্রথম আলো খুলে দেখি "অন্য আলো" তে রাগিব ভাইকে নিয়ে বিরাট একটা ফিচার লিখেছে। উনার সাথে আমার পরিচয় বেশ কিছুদিনের। সত্যি কথা বললে প্রায় বছরখানেকের। সম্ভবত ওর্কুটে উনার প্রোফাইল দেখে উনার নিজের ওয়েবপেজে গিয়েছিলাম। সেখান থেকে উনাকে মেইল করেছিলাম। বেশ কয়েকবার মেইল চালাচালির পর মোটামোটি একটা সম্পর্ক হয়ে গেছে। উনার বদৌলতে আমি উইকিপিডিয়াতে যেসব লেখক আর বইয়ের পেজগুলোতে আমার সাইটের লিঙ্ক দিয়ে ভরিয়ে রেখেছি তার জন্য আমি এখনো ব্যান্ড হয়ে যাইনি। তবে আমি আমার দিক থেকে সাফ। বাংলা লেখক আর প্রকাশকদের তথ্য নিয়ে এর চেয়ে বড় কোন সাইট তো এখোনো তৈরি হয়নি। তাই এখনো অন্যের ভাত মারছি না।

Go to wiki pages and find out about bangladeshi authors and pblishers. You might come back to me again and again. Welcome all

আফসার ব্রাদার্স

গতকাল সারাদিন ধরে মারামারি করে আফসার ব্রাদার্সের বইগুলো ঢুকালাম ডাটাবেসে। মহা বোরিং কাজ। এখন বইগুলোর প্রচ্ছদ যে কে কবে যোগাড় করবে ঃ(। তবে সবাইকে আমন্ত্রণ রইলো দেখার জন্য