www.boi-mela.com

Tuesday 9 January 2007

We are grounded

Unfortunately, for the last couple of days the website for www.boi-mela.com is down. This is due to the fact that somehow our name server is not functioning properly as a result all the websites that wer assosiated with the name server are now without an IP to point to.

We hope to let you know about the updtes as soon as we know it.

Thanks for your patience

Boi Mela Team

Friday 5 January 2007

আমি মুগ্ধ

আমার ওয়েবসাইট মোটামোটি একটা পর্যায়ে দাড়িয়ে যাবার পর থেকেই আমার অনলাইন এক্টিভিটির একটা বড় অংশ কাটে প্রিথিবীর বিভিন্ন যাগায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাভাষীদের আমার বইয়ের সাইট সাইটের বই-মেলা ডট কমের সাথে ইন্টিগ্রেট করা। তার একটা অংশ অবশ্যি মানুষকে বই কিনতে উতসাহিত করা, একই সাথে মানুষ যেমন আমাজন বা উইকিপিডিয়াকে ব্যাবহার করে তেমনি যেন সাবাই এই ওয়েবসাইটকে ব্যাবহারের সাথে সাথে কন্ট্রিবিউট করে সেটা ছিল আমার লক্ষ্য। বেশিরভাগ ক্ষেত্রেই আমার এই মহতি উদ্দেশ্যের প্রতি কেউ তেমন একটা নেকনজর দেন না।

এই সপ্তাহে একটা বেশ মজার ইমেইল পেলাম। আমি অর্কুটে একবার আবেদকন করেছিলাম মাসুদ রানা ফ্যান ক্লাবে যে -"হে মাসুদ রানা ফ্যানগণ, আপনাদের কাছে যদি নিম্নলিখিত বইগুলো থাকে তাহলে যদি তার প্রচ্ছদের ছবি তুলে বা স্ক্যান করে পাঠাতে পারেন তবে আমার বড় উপকার হয়"। তার দুইদিন পরে একটা ইমেইল পেলাম যে, এক সুকন্যা বলছেঃ ভাইয়া, আমার বান্ধবীর কাছে মাসুদ রানার বই আছে আর আমার কাছে স্ক্যানার। বেশ অবাক হয়ে দেখলাম বেচারী খাটাখাটনী করে বই টই যোগাড় করে আমাকে প্রায় ৫০টার মত বইয়ের প্রচ্ছদ আমাকে পাঠিয়ে দিয়েছে। অচেনা অজানা মানুষের থেকে হটাত পাওয়া এই সহযোগিতা পেয়ে আমি বড়ই কৃতজ্ঞ।

এই ব্লগে আছেন কেউ? বাসায় তাকভর্তি বই আর স্ক্যানারসহ? তাহলে আমি হয়ত একটা লিস্ট পাঠাবো।

Friday 29 December 2006

Favorite sites from Bangladesh


সেদিন বসেছিলাম একটা লিস্ট করতে। আমার মনে হল আমার নিজের জন্য একটা লিস্ট থাকা দরকার বাংলাদেশী বা বাংলাদেশ সম্পর্কিত ভাল ওয়েবসাইটগুলোর। বেশকিছু ঘাটাঘাটি করার পর সার্চ ইঞ্জিন আরো রাঙ্কিং করার টুল নিয়ে নাড়াচাড়া করার পর দেখলাম তাদের সংখ্যা খুব বেশী না। এর মধ্যে খবরের কাগজগুলো বাদ দিয়েছি আমি, কারন আমার হিসাবে ওইগুলো ঠিক টুল না। অগ্রীম ক্ষমা চাইছি জনগনের কাছে এই ব্লগকে বাদ দেবার জন্য। লিস্টে ১৫ টা থাকলে অবশ্যি যায়গা দিতাম, কেন যেন মনে হল প্রথম ১০ টার মধ্যে খুব বেশী যায়গা নাই। আপনাদের মতামত সবিনয়ে জানতে


Monday 25 December 2006

পড়ুয়ারা আছেন নাকি? হেল্প লাগবে


এই ব্লগের রাজ্যে ঢুকার আগে মনে করেছিলাম যে এইখানে নেটপাগলদের আস্তানা যাদের কাগজের সাথে সম্পর্ক ছুটে গেছে। কিছুটে ঘাটাঘাটি করে দেখার পর মনে হল যে যথেষ্ট পরিমানে সিরিয়াস মানুষজনো এখানে নিয়মিত যাতায়ত করেন। তাই আজকে মনে হল যে আমার কাজে কিছুটা জনগনের সাহায্য নিলে কেমন হয়? তাই ভাবলাম যে নিয়মিত কিছুকিছু বইয়ের নাম আমি দিয়ে যাব যাদের প্রচ্ছদ আমার কাছে নেই। সিরিয়াস পাঠক/ব্লগারদের কারো কাছে বইগুলো থাকলে যদি আমার কাছে প্রচ্ছদ স্ক্যান করে অথবা ফোন/ক্যামেরা দিয়ে ছবি তুলে পাঠিয়ে দিতে পারেন তবে আমার বড় উপকার হয়। কোন ছবি পেলে আমি পোস্টে জানিয়ে দিব কার থেকে পেলাম। আর আপনিও বাংলা সাহিত্যের ক্যাটালগীকরনের প্রচেষ্টায় শামিল থাকলেন।




নিচের বইগুলো মইনুল আহসান সাবেরের, ছাপিয়েছেন অন্যপ্রকাশ। আছে? কারো সংগ্রহে?
নির্বাচিত প্রেমের উপন্যাস
উপন্যাস সমগ্র
বৃষ্টির দিন
ঠাট্টা
জ্যতির্ময়ী তোমাকে বলি

Thursday 21 December 2006

Wiki উইকি

আজকে প্রথম আলো খুলে দেখি "অন্য আলো" তে রাগিব ভাইকে নিয়ে বিরাট একটা ফিচার লিখেছে। উনার সাথে আমার পরিচয় বেশ কিছুদিনের। সত্যি কথা বললে প্রায় বছরখানেকের। সম্ভবত ওর্কুটে উনার প্রোফাইল দেখে উনার নিজের ওয়েবপেজে গিয়েছিলাম। সেখান থেকে উনাকে মেইল করেছিলাম। বেশ কয়েকবার মেইল চালাচালির পর মোটামোটি একটা সম্পর্ক হয়ে গেছে। উনার বদৌলতে আমি উইকিপিডিয়াতে যেসব লেখক আর বইয়ের পেজগুলোতে আমার সাইটের লিঙ্ক দিয়ে ভরিয়ে রেখেছি তার জন্য আমি এখনো ব্যান্ড হয়ে যাইনি। তবে আমি আমার দিক থেকে সাফ। বাংলা লেখক আর প্রকাশকদের তথ্য নিয়ে এর চেয়ে বড় কোন সাইট তো এখোনো তৈরি হয়নি। তাই এখনো অন্যের ভাত মারছি না।

Go to wiki pages and find out about bangladeshi authors and pblishers. You might come back to me again and again. Welcome all

আফসার ব্রাদার্স

গতকাল সারাদিন ধরে মারামারি করে আফসার ব্রাদার্সের বইগুলো ঢুকালাম ডাটাবেসে। মহা বোরিং কাজ। এখন বইগুলোর প্রচ্ছদ যে কে কবে যোগাড় করবে ঃ(। তবে সবাইকে আমন্ত্রণ রইলো দেখার জন্য